কৃষিই সমৃদ্ধি মাঠ দিবস পালিত
মোঃ রফিকুল ইসলাম :তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান ও সবজি উৎপাদন, সংরক্ষণ প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।সোমবার উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নেরসওদাগরপাড়া এলাকায় এ দিবস পালিত হয়। সভায় সভাপতিত্বে করেন কৃষিবীদ আবদুল আদুদ খানউপপরিচালক,ডিএই,খামারবাড়ি বরগুনা।পরধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন অতিরিক্ত পরিচালক, ডিএই, বরিশাল অঞ্চল, বরিশাল । বিশেষ অতিথি, ছিলেন ,আরিফুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা তালতলী, ও সজীব তালুকদার উপসহকারী কৃষি কর্মকর্তা বড়বগী,
অনুস্ঠানে কৃষক শাহাদাত হোসাইন কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে দরে বলেন আমরা লবণাক্ত জমিতে কৃষি ফলাই কৃষি অফিসের পরামর্শে আমরা লাভবান ,চলতি বছরে আমরা দুই কোটি টাকার সীম বিক্রি করছি এই সওদাগর পাড়া এলাকা থেকে আমাদের সবজি বরগুনা পটুয়াখালী বরিশাল এলাকায় বিক্রি হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আঃ গনি আকন কৃষক-কৃষানী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।