তালতলীতে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে,ছেলে গেলেন কারাগারে - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে,ছেলে গেলেন কারাগারে


মোঃ রফিকুল ইসলাম:তালতলী,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে বোনের জমি দখলের প্রতিবাদে (৭৫)বয়সের বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পাষান্ড ছেলে। এঘটনায় ছেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।রবিবার(১০ জানুয়ারী) সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চত করেন। এর আগে গতকাল দুপুরে এই ঘটনা ঘটে পরে রাতে থানায় মামলা হয়।মামলা সূত্রে ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা এলাকার ইউসুফ আলী সিকদার(৭৫) এর মেয়ে আয়শা আক্তারের জমি ছেলে ইব্রাহিম সিকদার জোরপূর্বক দখল করে আছে। এই জমি ছেলের থেকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য থানায় আসেন গত ৮ জানুয়ারী । পরে থানা থেকে স্থানীয় ভাবে সমাধানের জন্য শালিসি মানিয়ে দেওয়া হয়। কিন্ত ইব্রাহিম স্থানীয় শালিসি মিমাংসায় না বসে। জোরদখল করেন ঐ জমি। গতকাল শনিবার ০৯ জানুয়ারী সকালে বৃদ্ধ বাবা তার মেয়ে জমির ধান নিতে যায় ছেলের কাছে ।

এতে ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধরক মারধর করেন। পরে স্থানীয়া বৃদ্ধ বাবাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বোন আশয়া বাদি হয়ে থানায় একটি মামলা করেন। যার মামলা নং ০৬/২০২০। পরে পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম সিকদারকে আটক করেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাবাকে মারধরের ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। সকালে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Top