বরগুনারনতালতলীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনারনতালতলীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


মোঃরফিকুল ইসলাম,তালতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার তালতলীতে এক বছরের সাজপ্রাপ্ত এমদাদুল হক(৫০)নামেরএক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার সন্ধা ৮টার দিকেউপজেলার দক্ষিন সওদাগার পাড়া এলাকা নিজ বাড়ী থেকে অভিযানচালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়,ঢাকার যুগ্ন মহানগর দায়রা জজ আদালতে ২০০৫ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অর্থ আত্মসাতেরঅভিযোগে মামলা দায়ের করেন।

যার সি.আর নং-১৩৩৩/০৫। আদালতওই মামলায় ২০১১ সালে এমদাদুল হক (৫০) নামের এই ব্যক্তির বিরুদ্ধেএক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ ৯৫ হাজার ৭০৪ টাকারজরিমানার রায় দেন। এই রায়ের পর থেকে এমদাদুল হক পালাতক ছিলো।

Top