কুবিতে চাকুরিরতদের লাভজনক প্রতিষ্ঠানে জড়িত না হওয়ার নির্দেশ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি)কর্মরত কোন শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না।কুবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের সাক্ষরিত এক অফিস আদেশ থেকে গতকাল এ তথ্য পাওয়া যায়।কুবি ব্যতিত অন্য যেকোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগতভাবে কোন লাভজনক ব্যবসা-প্রতিষ্ঠান পরিচালনায় এই নির্দেশ প্রযোজ্য হবে।
চাকুরি বিধিমালার যথাযথ প্রয়োগ,অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে নির্দেশ প্রদান করে অফিস আদেশে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কেউ এ ধরণের প্রতিষ্ঠানে জড়িত থাকলে তা চাকুরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হবে।