অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না


আলোকিত বার্তা:অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (১৫ জুলাই) দুপুরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের একথা বলেন।মন্ত্রী বলেন, করোনাভাইরাসের টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে শাহেদ জঘন্য অন্যায় করেছে। তার বিচার হবেই।তার কারণে ইতালিতে আজকে করোনার জন্য বাংলাদেশিদের দোষারোপ করা হচ্ছে।তিনি বলেন, শাহেদের সঙ্গে অনেকেরই যোগাযোগ ছিল। না হলে এত বড় চেইন সে কীভাবে মেইনটেইন করেছে। আমরা বলেছি অন্যায় করলে কাউকে ছাড়া হবে না।

তাকে ধরা হয়েছে। আমরা এখন আমাদের আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের কাছে হস্তান্তর করবো। বিচার করবেন আদালত।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুরু থেকেই বলছি যে তদন্ত সাপেক্ষে শাহেদের বিচারের ব্যবস্থা করা হবে। সে কী করেছে, না করেছে সেগুলো তো আমরা জানি। তারপরও তো একটা অফিসিয়াল তদন্ত হয়। মামলা হয়েছে। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে আদালতে।প্রসঙ্গত, বুধবার ভোর সাড়ে পাঁচটায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। সে বোরকা পরে ছদ্মবেশে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল।

Top