গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে বাজেট অধিবেশন ১০ জুন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে বাজেট অধিবেশন ১০ জুন


আলোকিত বার্তা:সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১০ জুন জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশন আহবান করেছেন। এবারের অধিবেশন হবে বাজেট অধিবেশন।এদিকে আসছে বাজেট উপলক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৪৭ জন মন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে। এতে মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। কিন্তু দেশে করোনা মহামারী চলায় সবাইকে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না। এ ছাড়াও বাজেট পেশ হবে সীমিত পরিসরে। বৈঠককালে সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা বৈঠক সংশ্লিষ্ট ৪ জন, অর্থ বিভাগের ২/৩ জন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২৩ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।জানা গেছে, বিশেষ এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকতে পারেন।

Top