মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে বরিশালের তিন শতাধিক ওলামা-মাশোয়েখের বিবৃতি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে বরিশালের তিন শতাধিক ওলামা-মাশোয়েখের বিবৃতি


খবর বিজ্ঞপ্তি:বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইনন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে গণ স্বাক্ষর দিয়েছেন বরিশালের তিন শতাধিক আলেম। বিৃতিতে তারা বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সুদীর্ঘ ৫০ বছর যাবত দেশ বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন। জাতীয় সংসদে তিনি দুই বার নিজ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশ ও জাতির উন্নয়নে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বহু মানুষ তার তাফসির শুনে ইসলামী জীবন যাপনে উদ্ধুদ্ধ হয়েছেন। মানুষ তাকে হৃদয় দিয়ে ভালবাসে। যার মুখে কুরআনের কথা শুনে মানুষ আল্লাহর পথে চলার প্রেরণা পেয়েছে। লক্ষ লক্ষ তরুন আলোর দিশা পেয়েছে। তিনি আজ ১০ বছর যাবৎ কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে তার বয়স ৮১ বছর। নানান জটিল রোগে তিনি আক্রান্ত।

বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমনে মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এঅবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষ তার মুক্তি চায়। ইতিমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছেন। এ পরিস্থিতিতে ধর্মীয়, মানবিক ও বয়স বিবেচনায় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি। বিবৃতি দাতারা হচ্ছেন- মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা মো. শহীদুল ইসলাম, মাওলানা মো. ফজলুর রহমান, মাওলানা মো. ইলিয়াছুর রহমান, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. ইদ্রিস আলী, মাওলানা মো. আবদুর রহমান, মাওলানা মো. জোবায়ের, মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা আবু বকর, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা এমএইচ কাওসার, মুফতি কামরুল ইসলাম, মাওলানা মুফতি ঈসা, মাওলানা সিরাজুল হক, হাফেজ মাওলানা মাসউদুল হক, হাফেজ মাওলানা মুফতি মহমুদুল হক, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মো. আবদুর রাজ্জাক, মাওলানা আবু সালেহ, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মো. খাইরুল বশার, মুফতি ছাইদ আহমদ, মাওলানা সফিউল্লাহ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আবুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা মুফতি মজিবুর রহমান, মাওলানা মো. ইমদাদ হোসেন, মাওলানা আবদুল মজিদ শরীফ, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মো. সাইফুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মো. জিয়াউল হক, মাওলানা নুরুল কবির, হাফেজ মাওলানা আমিনুল হক, মাওলানা মো. ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা মহিউদ্দিন, মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মাওলানা হেমায়েত উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। আলেম ওলামাদের তিন শতাধিক স্বাক্ষরসহ গণমাধ্যমে বিবৃতিটি প্রেরণ করেন ওলামা-মাশায়েখ পরিষদ বরিশাল শাখার সভাপতি মাওলানা গাজী আবু ইসুফ ও সাধারণ সম্পাদক মাওলানা আবু তালহা।

Top