শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কুবিতে আবারও মানববন্ধন - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কুবিতে আবারও মানববন্ধন


কুবি প্রতিনিধি:বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের মামলা প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল সাড়ে ১১টায় মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোও একাত্মতা পোষণ করে।মানববন্ধনের পর প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে৷ সেখানে বক্তারা আইসিটি মামলায় মেহেদী হাসানকে যে শাস্তি দেওয়া হয়েছে এবং সার্টিফিকেট বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছ তা যেন কমিয়ে আনা হয় এমন দাবি জানান। এছাড়াও একই দাবিতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর উপাচার্য এবং শিক্ষক সমিতির কাছে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

মানববন্ধন ও অবস্থান শেষে শিক্ষার্থীরা জানান,তাদের এই অবস্থান কর্মসূচি প্রত্যহ চলমান থাকবে যতক্ষণ না বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা ও শাস্তি প্রত্যাহার না করে।মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের আইসিটি বিভাগের শিক্ষার্থী, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং শহীদ ধীরেন্দ্রনাথ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।মামলার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আইসিটি আইনের এই মামলাটি খুবই জঘন্য একটি মামলা। শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বিপজ্জনক মামলা করা অনুচিত। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ইঁদুর-বিড়াল খেলা না খেলে এর সমাধান করা উচিত। আর এ মামলা প্রত্যাহারের ব্যাপারে শিক্ষার্থীরা যদি সবাই এগিয়ে আসে তবে আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের এ দাবির সাথে একাত্মতা পোষণ করবো।প্রসঙ্গত, গত ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাতে নাটক মঞ্চায়নকে কেন্দ্র করে ফেসবুকে এক আপত্তিকর পোস্ট করেন মেহেদী হাসান। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Top