দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২।


আলোকিত বার্তা:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নুরুল হুদা বলেছেন,দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২।সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।তিনি বলেন,এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২।পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০।হিজড়া ভোটার ৩৬০ জন। এর মধ্যে নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা,নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার,রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল(অব.)শাহাদাত হোসেন চৌধুরী।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো.আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Top