কুবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ক্যাম্পেইন - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ক্যাম্পেইন


সুলাইমান, কুবি প্রতিনিধিঃবরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কুবির উদ্যোগে সকাল ১১ঃ৩০ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। আজ সোমবার ( ২৪শে ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন কোর্টে আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.কাজী কামাল উদ্দিন,শিক্ষক সমিতির সভাপতি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো.রশিদুল ইসলাম শেখ এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.স্বপন চন্দ্র মজুমদার, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. জাকির সায়েদুল্লা খান, লোক প্রশাসন বিভারের সহযোগী অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য তার বক্তব্যে বলেন,রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয় সাথে সাথে থ্যালসেমিয়া রোগ পরিক্ষায় গুরুত্ব নিয়ে কথা বলেন।থ্যালসেমিয়া নিয়ে ক্যাম্পেইন করতে আহ্বান জানান এবং এই ধরনের কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন।উল্লেখ্য যে,সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়,কুমিল্লা ও মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার।

Top