কুবিতে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উদযাপ
কুবি প্রতিনিধি:রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মদিন আজ। তার জন্মদিনে কেক কেটে উদযাপন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটরা।
সেবাকে মূলমন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও ১৯৭২ সালে বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং রোভার স্কাউটের আরএসএল(রোভার স্কাউট লিডার) জিয়া উদ্দিন সজল বলেন,তার চিন্তাভাবনাকে ভিত্তি করে আমরা রোভার স্কাউটকে সাজানোর পরিকল্পনা করছি। তিনি নিজেকে যেভাবে সুনাগরিক হিসেবে তৈরি করতে বলেছেন আমাদের সেভাবে চলতে হবে।মোটকথা, তার মত অনুযায়ী আমাদের চলতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রোভার খুরশেদ আলম লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে বলেন,তিনি যে আদর্শ নিয়ে জীবনযাপন করেছেন আমরা তার সে আদর্শ নিজ জীবনে প্রয়োগ করবো।এছাড়াও সিনিয়র রোভার মেট আনোয়ার হোসাইন বলেন,স্কাউটের যে তিনটি আইন আছে সেগুলো মেনে আমাদের জীবন পরিচালনা করা উচিত।উল্লেখ্য,রোভার স্কাউট স্কাউট আন্দোলনের শাখা।ইংল্যান্ডের লর্ড ব্যাডেন পাওয়েল(বিপি) স্কাউট আন্দোলনের সূচনা করেন। এই ধারাবাহিকতায় ২০১৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের যাত্রা শুরু হয়।