বরিশালে শিশুকন্যা ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিশুকন্যা ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে শিশুকন্যা ধর্ষণের দায়ে শাজাহান রাঢ়ী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শাজাহান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সৈয়দ জামান রাঢ়ীর ছেলে।মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ ভিকটিম ১০ বছরের শিশুকন্যা শুকনো কাপড়-চোপড় আনতে বাড়ির পাশের মাঠে যায়। এ সময় দণ্ডপ্রাপ্ত শাজাহান তাকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একই বছরের ৭ মার্চ থানায় মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক হাওলাদার একই বছরের ১৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার বিচারক এ আদেশ দেন।

Top