বরগুনায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মোঃমহিউদ্দিন শিকদার - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মোঃমহিউদ্দিন শিকদার


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃবরগুনা জেলার তালতলী উপজেলাধীন শারিকখালী ইউনিয়নের মোঃমহিউদ্দিন শিকদার তালতলী উপজেলা পর্যায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন।নভেম্বর ও ডিসেম্বর(২০১৯) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে তালতলী উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচন ও পুরস্কৃত করা হয়।বুধবার (১৫ জানুয়া) বরগুনা জেলা পুলিশ কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে পুরস্কৃত করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, মহিউদ্দিন শিকদার মাদক উদ্ধার,বাল্যবিবাহ প্রতিরোধ ও বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ অফিসারদের সর্বাত্বক সহযোগিতা প্রদান করেন।তিনি পর্যায় ক্রমে এ শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছেন এবং একাধিক বার পুরস্কৃত হয়েছেন তিনি সৎও ন্যায় নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মারুফ হোসেন পিপিএম তাকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ ঘোষনা করেন এবং তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

Top