উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ” শীর্ষক সেমিনার - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ” শীর্ষক সেমিনার


রফিকুল ইসলাম:গতকাল ১৩ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ বরিশাল জেলার সরকারি কলেজ ও স্কুলের ছাত্রদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ কেন্দ্র নির্মান প্রকল্পের সহায়তায় দিন ব্যাপী সেমিনার,উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ,এর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উদ্বোধক ,প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যোগদান করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ মহোদয়।

ডিআইজি উপস্থিত ছাত্রদের নিয়ে এ সময় বর্তমান সময়ের বিশ্ব আলোচিত বিষয় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । ছাত্ররা জঙ্গীবাদ সম্পর্কে নানান প্রশ্ন উত্থাপন করেন এবং ডিআইজি মহোদয় প্রশ্ন গুলোর উত্তর প্রদান র্পূবক সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।একই সাথে বাংলাদেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করতে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে পর্যালোচনা করেন ডিআইজি মহোদয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার, বরিশাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের এবং রেঞ্জ অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

Top