মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্য অবৈধ জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।
রফিকুল ইসলাম:মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্য অবৈধ জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।সোমবার (১৩ জানুয়ারি) দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে এবং মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় পরিচালিত এই কম্বিং অপারেশন চলাকালে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করা হয়।
এরা হলেন-মো.মাছুম,মো ফজলু হাওলাদার,মো.জীবন নলি,মাহের হোসেন সিকদার, নিজাম গাজী,স্বপন দেওয়ান ও মো.সিদ্দিক হাওলাদার।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত আটক ৭ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেন।একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধংসের নির্দেশ দেন।