মুক্তিযুদ্ধের স্মৃতির স্মরণে বরিশালের উজিরপুরে স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের স্মৃতির স্মরণে বরিশালের উজিরপুরে স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতির স্মরণে বরিশালের উজিরপুরে স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সোমবার দুপুরে উজিরপুরের মাস্টারদা সূর্যসেন অনাথ শিশু সদনে এ স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
পাশাপাশি এ সময় মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদন ছাত্রাবাস ও উ. মালিকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আবদুল মজিদ শিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল,বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. হারুন-অর-রশিদ মুন্সি প্রমুখ।

Top