আমতলী পৌর শহরে গভীর রাতে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলী পৌর শহরে গভীর রাতে আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ড ওয়াবদা সড়কের বাসিন্ধা ব্যবসায়ী আঃ জলিলের বসতঘরসহ ২টি ঘরেআগুন লেগে ঘর দুটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত আঃ জলিল জানান।ঘর মালিক ও স্থাণীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত সারে ১২টায় দিকে পার্শ্ববর্তী জসিম সিকদারের রান্নাঘরের পাশে একচালা একটি রান্নার জন্য জ্বালানী কাঠ রাখা ডেরাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রæত এ আগুন আঃজলিলের বসতঘরসহ পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থাণীয়রা এ আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থাণীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে দুটি ঘরের সম্পূর্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেক্ষতিগ্রস্ত আঃ জলিলের পরিবার জানান।স্থাণীয় বাসিন্ধা ওয়াদুদ খান জানান, শুক্রবার রাত অনুমান সারে ১২টার দিকে জসিম সিকদারের রান্নাঘরের পাশেরাস্তা লাগোয়া একচালা একটি ডেরাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে জলিলের বসতঘরসহ দুটি ঘর পুড়ে গেছে।আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্য মোঃ মনিরুজ্জামান বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রæতঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ধারনা করা হচ্ছে রাস্তার পাশের একটি ডেরা ঘরে (রান্নার জন্য জ্বালানীকাঠ রাখা) বিড়ি সিগারেটের ফেলিত আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত ঘরের মালিক ব্যবসায়ী আঃ জলিল বলেন, অগ্নিকান্ডে আমার দুটি ঘর ও ঘরের মধ্যেথাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কান্নারত অবস্থায় আরো বলেন আমি থানার সামনে চা-বিস্কুটবিক্রি করে যৎসামান্য উপার্যন করে ও বিভিন্ন এনজিও থেকে লোন করে ঘর দুটো নির্মান করেছি। আজ
আগুনে আমার ঘর দুটো পুড়ে আমার সব শেষ হয়ে গেলো। কিভাবে আমি এই লোন পরিশোধ করবো। আমিআমার পরিবার নিয়ে কোথায় থাকবো।

Top