আমতলীতে কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে উপজেলার ৭শ’ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১৯ টন সার ৬শ’ কেজি ভূট্টা, সূর্যমুখী ২৪৮ কেজি, চিনাবাদাম ৪শ’কেজি,মুগডাল ১হাজার ১ শ’ ৭৫ কেজি বিতরন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে সার বীজ বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন, আমতলী থানা ওসি মোঃ আবুল বাশার, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম প্রমুখ।

Top