বরিশাল চর-কাউয়া এলাকায় সুজন-সাগরের ফের ত্রাস।। বাস-মালিক সমিতির সম্পাদক আহত।। দুই নেতার বাস বন্ধ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল চর-কাউয়া এলাকায় সুজন-সাগরের ফের ত্রাস।। বাস-মালিক সমিতির সম্পাদক আহত।। দুই নেতার বাস বন্ধ


রিপোর্ট- আলোকিত বার্তা: বরিশাল চরকাউয়া এলাকায় সুজন-সাগরের ফের সন্ত্রাসী কর্মকান্ড শুরু হয়েছে। এবার বরিশালে প্রতি-মন্ত্রী জাহিদ ফারুকের সভা-সমাবেশে অংশগ্রহন করায় চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে পিটিয়ে আহত করেছে। একইসাথে জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন অরুন ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদের চরকাউয়া রুটের বাস গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দফা হামলা চালিয়ে মঙ্গলবার রাতে নুরুল ইসলামকে পিটিয়ে আহত ও বুধবার সকালে বাস গাড়ি দুটি বন্ধ করে দেয়। এ সময় প্রান-নাশের হুমকি দেওয়া হয় প্রতি-মন্ত্রীর এঅনুসারিদের। আহত নুরুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন আছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ও চরকাউয়া ইউপি মেম্বর সাগর সরাসরি এই হামলায় অংশ নিয়ে ফের বিতর্কের জন্ম দিয়েছে। হঠাৎ করে ব্যাবসায়ীদের মাঝে ক্ষমতাসীন দলীয় কর্মিদের এ সন্ত্রাসী আধিপত্য বিস্তার, স্থানীয় আ’লীগ নেতা কর্মিদের মাঝে ভীতিকর অস্থিরতায় রুপ নিয়েছে। এদিকে বাস-মালিক ও শ্রমিকরা ছাত্রলীগ নেতা সুজন ও মেম্বর সাগরের সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আজ-কালের মধ্যে সুরাহা না পেলে ধর্মঘট ও আইনি পদক্ষেপসহ নানান কর্মসূচি হাতে নিবেন বলে জানিয়েছেন মালিক সমিতি। তবে কেউ কেউ বলছেন সুজন -সাগর বরিশাল সিটি মেয়রের অনুসারি হওয়ায় মালিক সমিতির কেউ মুখ খুলতে পারছে না। অন্যদিকে,ছাত্রলীগ কর্মী সিদ্দিকুর রহমান বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় সাধারন ডায়েরি করেছেন। যার নং ১০৩১ (তাং- ২৩-১১-২০১৯)গত (২১ নভেম্বর) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চরকাউয়া জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার বাড়ির উদ্দেশে যান ছাত্রলীগ কর্মী সিদ্দিকুর। যাওয়ার পথে চরকাউয়া জিরো পয়েন্টে গাড়ি থামিয়ে সিদ্দিকুরকে অকথ্য গালিগালাজ শুরু করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির। পরে ওই ছাত্রলীগ কর্মী প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করেন। এবং তাকে ওই পথে চলাচল করতে নিষেধ করে হত্যার হুমকি দেন।

ভূক্তভোগি চরকাউয়া বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে ছাত্রলীগের সুজন হঠাৎ আমার ওপর হামলা করে। তার কিল-ঘুষি ও পিটুনিতে আমার চোখের ওপর পাশ ফেটে গেছে এবং মাথায় প্রচন্ড আঘাত লেঘেছে। আমি চিকিৎসাধীন আছি। তবে কেন এই হামলা করা হয়েছে তার জবাবে তিনি বলেন, চরকাউয়া মালিক সমিতিতে জোর করে সুজন গাড়ি চালু করতে চায়। সেজন্যই আমার ওপর হামলা করেছে। অপর ভূক্তভোগি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এইচ এম জাহিদ বলেন,চরকাউয়া রুটে আমার বাস গাড়ি চলে সেটি ছাত্রলীগের আশিকুর রহমান সুজন ও ইউপি মেম্বর সাগর বুধবার সকালে হেলপার ড্রাইভারকে হুমকি ধামকি দিয়ে বন্ধ করে দেয়। সে-সময় বাসের গেটে তারা তালা লাগিয়ে রেখে যায়। দুটি কারনে সুজন-সাগর সন্ত্রাস করছে বলে মিডিয়ার কাছে তথ্য দেন জাহিদ। “একটি হলো,জোর করে লাইনে বাস গাড়ি ঢুকানো এবং অপরটি হলো আমি নিজে (জাহিদ) প্রতিমন্ত্রীর সভা-সমাবেশে অংশ নেই বলে।” আরেকজন ভূক্তভোগি বরিশাল জেলা যুব-লীগের যুগ্ন-সাধরণ সম্পাদক আবুয়াল হোসেন অরুন জানান, আমার গাড়িও বন্ধ করে দিয়েছে। অপরাদ একটাই আমি প্রতিমন্ত্রীর সভা সমাবেশে অংশ নেই।

বাস গাড়ি বন্ধের সন্ত্রাসে অংশ নেওয়া চরকাউ ইউপি মেম্বর সাগর জানান,জাহিদ-অরুন মালিক সমিতির সদস্য না। তাই তাদের বাস গাড়ি এলাকার লোকজনে বন্ধ করে দিয়েছে। আমি এখন মেয়রের প্রোগ্রামে যাচ্ছি বলে ফোন লাইন কেটে দেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন বলেন,আমি বাস বন্ধ করিনি। আর সাধারণ সম্পাদকের ওপর হামলার বিষয়ে তিনি কোন মন্তব্য না করে তিনিও ফোন লাইন কেটে দেন।সরেজমিনে বাস গাড়ি সারাদিন বন্ধ থাকার তথ্য মিলেছে। একইসাথে আবুয়াল হোসেন অরুনের গাড়ির ড্রাইভার জাকির জানান,সকালে ট্রিপ ছিলো কিন্তু সুজন-সাগর এসে আমাকে গাড়ি চালাতে নিষেধ করে যায়। পাশাপাশি গাড়ির দরজায় তালা ঝুলিয়ে রাখে। যার দরুণ সারাদিনে গাড়ি চালাতে পারিনি। মালিক সামিতির লাইন ম্যান তপন কুমার বলেন ,আমাদের মালিক সমিতির সদস্য জাহিদ এবং অরুনের গাড়ি ছাত্রলীগের সুজন ও মেম্বর সাগর বন্ধ করে দিয়েছে। কেন?কি-জন্য? তা সভাপতি বলতে পারবেন। এ বিষয়ে তথ্যের জন্য চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ছবিকে একাদিকবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

Top