মেহেন্দীগঞ্জ গৃহবধূকে অপহরনের ৩ ঘন্টা পড় উদ্ধার। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দীগঞ্জ গৃহবধূকে অপহরনের ৩ ঘন্টা পড় উদ্ধার।


স্টাফ রিপোর্টারঃগতকাল রাত আনুমানিক ১০ টার দিকে এ অপহরনের ৩ ঘন্টা পড় উদ্ধার। পরে খোজা খুজির পাশের বাড়ির লোকজন স্থানীয় একটি বাগান থেকে উদ্ধার করেন বলে জানান।উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ডেলু ঢালীর স্ত্রীকে অপহরন করেন স্থানীয় রহমান, আলাউদ্দিন, খোরশেদ, নাছির মাঝি, আব্দুল আলি, জয়নাল উদ্দিনসহ একটি সাঙ্গপাঙ্গ দল বলে জানিয়েছেন স্থানীয়রা।

তথ্য নিয়ে জানা যায়, চরের জমিজমা নিয়ে বিরোধের জের ধরে উক্ত ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানান আঃ রশিদ মাঝি,খবির সিকদার, অহিদ সরদারসহ আরো অনেকে। এ ঘটনায় মেহেন্দীগঞ্জ থানায় অবহিত করা হয়েছে বলে জানান তারা।স্থানীয়রা বলেন

Top