একজনের ৮ বছর কারাদণ্ড মাদক মামলায়
মো.রফিকুল ইসলাম:র্যাবের দায়ের করা মাদক মামলায় কাওছার খান নামে এক ব্যক্তিকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।সোমবার(০৬ জানুয়ারি)বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত কাওছার খান বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে।
আদালত সূত্র জানায়,২০১৮ সালের ১৬ মে গৌরনদী কসবা গ্রাম থেকে কাওছারকে আটক করে র্যাব-৮ এর একটি দল। এ সময় তার কাছেথেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডিসৈয়দুজ্জামান বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন।ওই বছরের ২৯ জুন কাওছারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই আলমগীর হোসেন। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।