সরকারি ও বেসরকারি কলেজ,মাদরাসা নতুন বছরে ৮০ দিন বন্ধ থাকবে
আলোকিত বার্তা:সরকারি ও বেসরকারি কলেজ,মাদরাসা ও টিটি কলেজের নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।নতুন শিক্ষাবর্ষে মোট ৮০ দিন বন্ধ থাকবে এসব কলেজ,মাদরাসা।রাষ্ট্রপতির আদেশক্রমে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুর্শিদা শারমিন স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়েছে।নতুন বছরের ছুটির তালিকায় দেখা গেছে,বড় ছুটি হিসেবে পরিত্র রমজান,শবে কদর,জুমাতুল বিদা,ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ যাপন উপলক্ষে আগামী ১৪ মে থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে।
অন্যদিকে সারদীয় দুর্গা পূজা,লক্ষ্মী পূজা ও ঈদে মিলাদুন্নবী(সা.)উপলক্ষে ২২ থেকে ৩০ অক্টোবর,বিজয় দিবস, যিশুখ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ যাপন উপলক্ষে ১৬থেকে ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে।একাডেমিক কার্যক্রমের সময়সূচিতে বলা হয়েছে,একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে।এ স্তরের ক্লাস শুরু হবে ১ জুলাই।একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চলবে।দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।