বরিশালে অভিযান চালিয়ে জেএমবি দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অভিযান চালিয়ে জেএমবি দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক


রফিকুল ইসলাম:বরিশালে অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (৩৫) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শুক্রবার (২০ ডিসেম্বর) রা‌তে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালের রূপাতলীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

এতে বলা হয়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শাহ আলম বেপারীর ছেলে শহীদুল। তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। প্রাথ‌মি‌ক জিজ্ঞাসাবাদে শহীদুল র‌্যাবকে জানিয়েছেন,তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য তিনি। ঢাকায় অবস্থানকালে শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন বিভাগে গমন করেন। তিনি পেশায় গাড়িচালক। বর্তমানে তিনি নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থি কর্মকাণ্ড দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top