অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


লিপি আক্তার মিতু:পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার খাজুড়া গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদের মোহনা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, স্থানীয় জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, লেম্বুর চরে অবস্থিত মাছ ফ্রাইয়ের ব্যবসায়ীরা জানিয়েছে-নিহত বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন ধরে তাকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন তারা। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Top