সন্ত্রাসীদের কোপে কৃষক খুন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের কোপে কৃষক খুন


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুরে সন্ত্রাসীদের কোপে খুন হয়েছে কৃষক চিত্তরঞ্জন।চিত্ত রঞ্জন উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পিরের পাড় এলাকার সুরেন্দ্র নাথ সরকারের পুত্র।এ ব্যাপারে চিত্ত রঞ্জনের বড় ভাই সত্যেন্দ্র নাথ সরকার বলেন,সোমবার বেলা সাড়ে ১২টায় পার্শ্ববর্তী ব্রজেন্দ্র নাথ সরকারের স্ত্রী শিখা সরকার চিত্ত রঞ্জনকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়।হামলাকারী শিখা’র স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (মাস্টার),সৈকত সরকার,অখিল সরকার,নিখিল সরকার,সঞ্চয়সহ ৬/৭জনের সন্ত্রাসী বাহিনী।

এসময় সন্ত্রাসীরা চিত্ত রঞ্জনের মাথায় কুপিয়ে ও রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মৃত্যু ভেবে তাকে ফেলে যায়।স্থানীয়রা চিত্ত রঞ্জনকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রোগীর অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরন করে।সেখান থেকে চিত্ত রঞ্জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করেছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চিত্ত রঞ্জনের মৃত্যু হয়েছে।চিত্ত রঞ্জনের ভাই জানান,আমরা এ ঘটনা উজিরপুর থানায় অবহিত করেছি।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Top