বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার(১১ ডিসেম্বর)দুপুর ১টার দিকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট কাজী এনায়েত বাচ্চু,মোকলেছুর রহমান বাচ্চু ও সাদিকুর রহমান লিংকন,অ্যাডভোকেট শহীদ হোসেন,আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম,অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।সমাবেশে বক্তারা আইনের শাসন কায়েম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।সমাবেশ শেষে আদালত চত্বর থেকে বিএনপিপন্থি আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে গিয়ে সম্পন্ন হয়।