বরিশালে কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে কেন্দ্রীয় কারাগারে আলতাফ মৃধা(৫৬)নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।আলতাফ মৃধা বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসুদেবপাড়া এলাকার মৃত হাসেম মৃধার ছেলে।তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।মঙ্গলবার(১০ অক্টোবর)বিকেলে কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,মঙ্গলবার বিকেল কারাগারের খেলার মাঠের পাশে বসে হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিমে)হাসপাতাল নিয়ে যাওয়া হয়।সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেলে ৪টা ৪০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের জন্য তার মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তিনি আরও জানান,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলতাফ মৃধা একটি হত্যা মামলায় ২০০৫ সাল থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

Top