বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সোমবার(০৯ ডিসেম্বর)দুপুরে আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আলী আহম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না,অ্যাডভোকেট হাফিজ আহম্মদ বাবলু ও অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।সমাবেশে বক্তারা বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা করে আইনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়।এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা।