উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উজেলার উত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার(১০ ডিসেম্বর)পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল হালিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.তোতা মিয়া জানান,অভিযানে ওই এলাকার মো. নিজাম মুন্সির মালিকানাধীন মেসার্স এমটিবি ব্রিকস ও মো. মাসুদ মুন্সী পরিচালিত মেসার্স এ এম বি ব্রিকস নামক ইটভাটা দু’টির আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নেভানোয় এবং ভ্যাকু মেশিন দিয়ে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটা দু’টির আনুমানিক ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ইটভাটা দু’টি বন্ধ করে দেওয়া হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩(সংশোধিত-২০১৯)অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় এবং অবৈধভাবে ড্রাম চিমনির ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।