বন্দর থানায় দুধর্ষ ক্লুলেস ডাকাত নিজাম গ্রেফতার ।
স্টাফ রিপোর্টার:বরিশাল নৌ”বন্দর থানায় গতকাল দুপুরে বাকেরগঞ্জ থানাধীনচরামদ্দি ইউনিয়নের চরামদ্দি গ্রামের খেজুরতলা বাজার থেকে বন্দরথানার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত)শাহ মোঃফয়সাল আহম্মেদ ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৯/১২/২০১৯ ইংতারিখ শাজাহান হাওলাদারের পুত্র(শাজাহান মহুরী)র পুত্র মিজানুররহমান নিজামকে আটক করেন।
থানা সুত্রে জানা গেছে,গ্রেফতারকৃত নিজামের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ২৫/০৬/২০১৭ইং তারিখের ৩৯৯/৪০২ ধারায় ৩৭ নং মামলা,বাকেরগঞ্জ থানায়৩০/০৮/২০১৬ ইং তারিখ ৩৯৯/৪০২ ধারায় ১৯ নং মামলা,এয়ারপোর্টথানায় ২৯/১১/২০১৪ ইং তারিখ ৩৯৫/৩৯৭ ধারায় ৩২ নংমামলা,কোতয়ালী থানায় ২৭/০৬/২০০৭ ইং তারিখ ৪৫৭/৩৮০ ধারায় ১০০ নংমামলা, বন্দর থানায় ০৫/১০/২০১৬ ইং তারিখ ৩৯৫/৩৯৭ ধারায় ০২নংমামলা, বাকেরগঞ্জ ানায় ০১/১০/২০০৯ ইং তারিখ ৪৫৭/৩৮০ ধারায়০৬নং মামলা রয়েছে । আটককৃত ডাকাত প্রার্থমিকজিজ্ঞাসাবাদে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মো ঃ মস্তফা কামালহুমায়ুন মীরদের বাড়িতে ডাকাতীর কথা স্বীকার করেন বলে জানায়পুলিশ । নিজামকে গ্রেফতার করায় মোঃ মস্তফা কামাল হুমায়ুনমীর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ মোঃ ফয়সাল আহম্মেদসহসঙ্গীয় ফোর্সদের সাধুবাদ জানিয়েছেন ।