চন্দ্রমোহনে পরকিয়ায় জনতার হাতে আটক -২
স্টাফ রিপোর্টার:বরিশালের চন্দ্রমোহন আতাহার মাতবা রের পুত্র রনি মাতবার ও ভ্যান চালক আবুল ফকিরের স্ত্রী তানিয়া বেগমকে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছে।উত্তম মাধ্যম দিয়ে দুজনকে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়।গতকাল রোজ রবিবার সন্ধ্যা সারে ৭ টার দিকে উক্ত ঘটনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,দীর্গ কয়েক বছর যাবৎ তাদের পরকিয়া চলে আসছিল।গতকাল তারা গোপনে অনৈতিক কর্মকান্ডর আওয়াজ পেয়ে তাদের হাতে নাতে আটক করেছে।গ্রাম পুলিশ করিম জানান,বন্দর থানার এস আই গোফরান ও এ এস আই শওকত হোসেন ঘটনা স্থানে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।