ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে আ‌ধিপত্য বিস্তার করা‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রু‌পের পাল্টাপ‌ল্টি হামলায় দুই প‌ক্ষের চারজন আহত হ‌য়ে‌ছেন। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে আ‌ধিপত্য বিস্তার করা‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রু‌পের পাল্টাপ‌ল্টি হামলায় দুই প‌ক্ষের চারজন আহত হ‌য়ে‌ছেন।


আলোকিত বার্তা:ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে আ‌ধিপত্য বিস্তার করা‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রু‌পের পাল্টাপ‌ল্টি হামলায় দুই প‌ক্ষের চারজন আহত হ‌য়ে‌ছেন। উভয়‌কে শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। রোববার(৮ ডি‌সেম্বর)রাত ৯ টার দি‌কে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন ব‌রিশাল-ভোলা সড়‌কের পা‌শে এ হামলার ঘ‌টে‌ এ ঘটনা।আহতরা হ‌লো ছাত্রলীগ নেতা ও গ‌নিত বিভা‌গের শেষ ব‌র্ষের শিক্ষার্থী ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ সিফাত,ক্যা‌মে‌ষ্ট্রি বিভা‌গের শিক্ষার্থী র‌ফিক হাওলাদার,লোক প্রশাসন বিভা‌গের রুদ্র দেবনাথ এবং ব্যবস্থাপনা বিভা‌গের প্রদীপ কা‌ন্তি।আহত সিফাত জানান,রাজ‌নৈ‌তিক কোন্দ‌লের জ্বের ধ‌রে তার ওপর অত‌র্কিত হামলা করা হয়।হামলাকারীরা পেছন থে‌কে ধারা‌লো কিছু দি‌য়ে আমার পি‌ঠে আঘাত ক‌রে মোটরসাই‌কে‌লে চ‌রে দ্রুত পা‌লি‌য়ে যায়। তাই তা‌দের তাৎক্ষ‌নিক সনাক্ত করাসম্ভব হয়‌নি।অপর‌দি‌কে আহত র‌ফি‌কের সহপাঠীরা জানায়,ক্যাম্পা‌সে মি‌ছিল করা‌কে কেন্দ্র ক‌রে দ্ব‌ন্ধের জ্বের ধ‌রে র‌ফি‌ক, রুদ্র ও প্রদী‌পের ওপর হামলা করা হয়।

এ ঘটনার পর তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।ত‌বে ক্যাম্পা‌সের এক‌টি সূত্র বল‌ছে,সিফা‌তের ওপর হামলার ঘটনার পর তার অনুসারীরা ক্যাম্পা‌সে লা‌ঠি‌সোটা নি‌য়ে নেমে প‌রে।এসময় তা‌দের হামলায় র‌ফিক হাওলাদার আহত হয়।য‌দিও সিফা‌তের ওপর হামলার আ‌গেই র‌ফিক‌দের ওপর হামলা চালা‌নো হয় ব‌লে দাবী করে‌ছে অপর এক‌টি পক্ষ।এ বিষ‌য়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি)আ‌নোয়ার হো‌সেন তালুকদার জানান,তারা খবর পে‌য়ে তাৎক্ষ‌নিক ক্যাম্পা‌সে যান।বর্তমা‌নে ক্যাম্পা‌সের প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।লি‌খিত অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

Top