আজ মশিয়ুর রহমান এর স্মরন সভা
মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল জনপদের জনপ্রিয় ব্যাক্তিত্ব হাজী মশিয়ুর রহমান স্মরনে আজ নাগরিক শোক সভা। এই শোক সভার আয়োজন করেছেন বেনাপোল পৌরসভার সুযোগ্য মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটন। বেনাপোলের ঐতিহ্যবাহি খেলার মাঠ (বল ফিল্ড খ্যাত) সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার ”বিয়ে বাড়িতে” এই স্মরন সভা শুরু হবে সকাল ১০ টায়।
আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরন সভায় প্রধান বক্তা থাকবেন সাবেক শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার আলী আনু, বিশেষ বক্তা বিশিষ্ট শিক্ষাবিধ আলাহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার, মরিয়য়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক কবি আলতাফ চৌধুরী, প্রয়াত হাজী মশিয়ূর রহমানের একমাত্র সন্তান শাহিদা রহমান সেতু প্রমুখ।এই নাগরিক স্মরন সভায় বেনাপোল জনপদের সর্বস্তরের জনসাধারনকে অংশগ্রহন করার জন্য আয়োজকবৃন্দ উদাত্য আহবান জানিয়েছেন। স্মরন সভায় প্রয়াত ব্যাক্তিত্বের স্মরনে দুয়া মাহফিল ও অনুষ্টিত হবে।