বরিশালে আওয়ামী লীগে পকেট কমিটি নিয়ে প্রতিবাদ সভায় দলীয় কোন্দল চরম আকারে ঘোষনা । - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আওয়ামী লীগে পকেট কমিটি নিয়ে প্রতিবাদ সভায় দলীয় কোন্দল চরম আকারে ঘোষনা ।


স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়ন ইউনিয়ন /ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগেরকমিটি গঠনে ব্যাপক কোন্দলের আবাস পাওয়া যাচ্ছে । ইতিমধ্যে ব্যাপক ভাবে ভিতরেভিতরে আন্দোলন শুরু করেছে নেতা কর্মিরা । গতকাল রোজ বৃহস্পতিবার সকাল ১০ টাথেকে বিকেল ৫ টা পর্যান্ত বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নেরক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতা কর্মিদের নিয়ে পরিষদ কার্যালয়ে বিশাল একপ্রতিবাদ সভাও করেছে । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য দিয়েছেন ইউপিচেয়ারম্যান জনাব বাহউদ্দিন আহম্মদ । সভায় সভাপতিত্ব করেছেন টুঙ্গিবাড়িয়াইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা আলমগীর হোসেন আলম (বড় মিয়া) ।

সভায়প্রতিবাদী বক্তিতা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃমহসিন হাওলাদার, বীর মুক্তিযোদ্দা ইউনিয়ন কমান্ডার আমিনুল ইসলাম মোসলেম আলী(হাজী), আওয়ামী লীগ ত্যাগি নেতা আমির আলী মাষ্টার, সাবেক ইউনিয়ন সাধারনসম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন সবুজ, মোঃ আঃ বাড়ী চুন্নু (মাষ্টার), মোঃ সেলিমমাষ্টার, মোঃ ইব্রাহিম মাষ্টার, ইউপি সদস্য শাহ আলম মোল­া, ইউপি সদস্য সোহাকমলি­ক, ইউপি সদস্য কুদ্দুস শরিফ, ইউপি সদস্য অমর দেবনাথ, ইউপি সদস্য নাছিরমিয়া, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির কামাল, সাবেক ইউপি সদস্য পান্না হাওলাদার,মাষ্টার শাহজাহান সরদার, আওয়ামী লীগ পরিবার মুরাদ, শহিদ । অনান্যদের মধ্যে উপস্তিতদেখা গেছে, মোঃ সবুজ, জিয়াউদ্দিন জিয়া সরদার, হিমেল, রনি হাওলাদারসহ আরোঅনেকে । উপস্তিত বক্তারা বলেন, মাঠ জরিপ করে আওয়ামী লীগ সমর্থিত পরিবারগনকেবাদ দিয়ে টুঙ্গিবাড়িয়া দলীয় সেক্রেটারী মোঃ ধলু মোল­া, মাশরুল আলম নাছির মিয়াসহকয়েকজনের গোপনীয়তার মাঝে ওয়ার্ড কমিটি করা হচ্ছে । এভাবে কমিটি গঠন করাহলে দলীয়ভাবে বিশাল কোন্দলের সৃষ্টি হবে বলে হুশিয়ারী প্রধান করেছেন বক্তারা । বক্তারাবলেন, জেলা কমিটি তদন্ত করে উক্ত ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ডে আওয়ামী লীগসমর্থিত পরিবারের বাইরে কাউকে কমিটি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন না করতে পারে তারদৃষ্টি কামনা করেছেন ।

Top