পকেট কমিটির বিরুদ্বে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পকেট কমিটির বিরুদ্বে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা


স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের ত্রী বার্ষীক পকেট কমিটির বিরুদ্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভায় আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন, টুঙ্গিবাড়িয়ার সনামধন্য ইউপি চেয়ারম্যান বাহ্উদ্দিন আহম্মেদ। আরও উপস্তিত ছিলেন, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মহসিন হাওলাদার, সেলিম মাষ্টার, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সবুজ মাষ্টার, সাবেক সম্পাদক আমীর হোসেন হাওলাদার, ইউপি সদস্য শাহ্ আলম মোল্লা, নাসির উদ্দিন হাওলাদার, সোহাগ মল্লিক, হুমায়ুন কবির কামাল, অমর দেবনাথ, কুদ্দুস শরীফ, হাবিবুর রহমান গাজি, সাবেক ইউপি সদস্য প্রমুখ।

প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, আমাদের ইউনিয়নে পকেট কমিটির চিন্তা ভাবনা হচ্ছে তাই এই কমিটি স্তগিত রেখে তদন্ত ও যাছাই বাচাই করে আওয়ামীলীগ পরিবারের লোকদেরকে মূল্যায়ন করে যাতে নতুন করে কমিটি করা হয় সে জন্য জেলা আওয়ামীলীগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Top