পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার তালুকদার হাট-বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারা মোতাবেক বাজারের বাপ্পারাজ মেডিক্যাল হলের প্রোপাইটর মো. বাপ্পারাজ, মেসার্স মিন্টু মেডিক্যাল হলের প্রোপাইটর মো. শামসুল হক মিন্টু, তরুণ মেডিক্যাল হলের প্রোপাইটর তরুণ চন্দ্র রায়, ধানসিড়ি হোটেলের প্রোপাইটর মো. তারেক ও বিসমিল্লাহ হোটেলের প্রোপাইটর মো. কবির হাওলাদারকে মোট ১১ হাজার পাঁচশ’ টাকা জরিমান করা হয়।অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই কাজী ইমরান আহম্মেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Top