ভোলা জেলায় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী/ সেবীদের নিয়ে মতবিনিময় - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা জেলায় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী/ সেবীদের নিয়ে মতবিনিময়


মনিরুল ইসলাম মিলন:ভোলা জেলায় আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী/ সেবীদের নিয়ে মতবিনিময় করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।গত ০২ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখ সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আত্মসমর্পণকারী মাদকসেবী/ ব্যবসায়ীদেরকে নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। মতবিনিময় সভায় নতুন করে আত্মসমর্পণকারী ০৫ জন সহ মোট ৯১ জন মাদকসেবী/ ব্যবসায়ী অংশগ্রহণ করে । মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ডিআইজি মহোদয় উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।এছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সহ খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, সমুদ্রে দস্যুতা ইত্যাদি অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার বিষয়ে তিনি আলোকপাত করেন।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সভাপতি,কার্যনির্বাহি কমিটি,নবউত্তরণ,ভোলা; উপ-পরিচালক,জেলা সমাজ সেবা কার্যালয়, ভোলা; স্থানীয় জনপ্রতিনিধি,ইমাম,শিক্ষকবৃন্দ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার।

Top