বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
রফিকুল ইসলাম:বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিস্কার করা হয়েছে।রোববার(০১ ডিসেম্বর)রাতে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহবায়ক এম মেজবাহ উদ্দিন জুয়েল’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রোববার (১ ডিসেম্বর) থেকে বহিস্কারের আদেশ কার্যকর হবে।উল্লেখ্য,শনিবার (৩০ নভেম্বর) রাতে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।