তালুকদার হাটে ইমারত নির্মান শ্রমিক শাখা অফিস উৎদ্বোধন
স্টাফ রিপোটার:বরিশাল সদর উপজেলার ৮ নং চাদপুরা ইউনিয়নে অবস্থিত তালুকদার হাটে বরিশাল জেলা ইমারত নির্মানশ্রমিক ইউনিয়ন অফিস শুভ উৎদ্বোধন করা হয়েছে । এসময় অফিসের উপদেষ্টা মন্ডলীর পরিচিতি সভায়ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে । গতকাল বাদ মাগরিবের এ অফিস উৎদ্বোধন করেন, বরিশাল জেলা ইমারতনির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিল, বিশেষ অতিথি একে আজাদ, জেলার প্রধান উপদেষ্টাইঞ্জিনিয়ার হারুন অর বিশ্বাস, জাফর হাওলাদার, উপদেষ্টা মীর বাহাদুর হোসেন কালাম, ইউসুব আলীসিকদার, আতিকুর রহমান জাকির, মোঃ মনির হাওলাদার, কে এম মাজাহারুল ইসলাম কালাম খা, মোঃজাহিদ চয়ন, মো ঃ লিটন সিকদার, মোঃ মামুন হাওলাদার, মোঃ হারুন হাওলাদার, মো ঃ আইয়ুব আলীহাওলাদার ।
উক্ত শাখা কমিটির সভাপতি মোঃ জাফর হাওলাদার, সহসভাপতি মোঃ সোহেল হাওলাদার,সহসভাপতি মোঃ ছালাম খান, সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সহসাধারন সম্পাদক মোঃসোহেল মিজি, সহসম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, প্রচার সম্পাদকমোঃ জালাল হাওলাদার, দপÍর সম্পাদক মোঃ আবদুল্লাহ, শ্রম কল্যান সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রীড়াসম্পাদক মোঃ সজিব হাওলাদার, কোষাদক্ষ মোঃ আনোয়ার হাওলাদার, কার্যনির্বাহী সদস্য মোঃ বাহাদুরহোসেন মামুন, কার্য নির্বাহী সদস্য মোঃ মস্তফা হাওলাদার, কার্য নির্বাহী সদস্য মোঃ মোকলেচখান, কার্য নির্বাহী সদস্য মোঃ সমির খান, কার্য নির্বাহী সদস্য মোঃ কাওছার হাওলাদার । এছারাওস্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।