জলবায়ু অর্থায়নে অগ্রগতি ও স্বচ্ছতার দাবিতে মানববন্ধন
আলোকিত বার্তা:প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার(৩০ নভেম্বর)বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল সচেতন নাগরিক কমিটি(সনাক)।সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের ধারণাপত্র পাঠ করেন ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য ফাইয়াজ আহম্মেদ।
মানবন্ধনে আরও বক্তব্য রাখেন মানবাধিকার ও সমাজকর্মী ডা.সৈয়দ হাবিবুর রহমান,আইসিডির নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ,বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব হাওলাদার,উপকুলীয় জলবায়ু আন্দোলনের সভাপতি কাজী মিজানুর রহমান,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী,আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।