লাল পতাকা মিছিল বরিশালে ট্রেড ইউনিয়নের
পাখি আক্তার:বরিশালে শ্রমিক কর্মচারীদের নিয়োগ পত্র প্রদান,ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ,বস্তিবাসীদের বন্দোবস্ত,ষাটোর্ধ শ্রমিকদের পেনশন,অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারী তালিকাভুক্তকরণসহ ১৫দফা দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা শাখা। ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বররে এ উপলক্ষে সভা হয়।বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সংগঠক মো. হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক স্বপন খন্দার। বক্তব্য রাখেন স্বপন দত্ত, মো. নান্নু মিয়া, খাদিজা বেগম বিনতা, সামসুল আলম খান, জোছনা বেগম,প্রমুখ।এর পূর্বে টাউন হল চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শ্রমিক সদস্যরা নগরীতে লাল পতাকা মিছিল বের করেন।