দুস্থদের চাল আত্মসাতের এ মামলায় আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।
পাখি আক্তার:জাতীয় সংসদের সাবেক বিএনপি দলীয় হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে দুর্নীতি দমন কমিশনের মামলায় অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।নিম্ন আদালতের দেওয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বে এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান,দুস্থদের চাল আত্মসাতের এ মামলায় গত অক্টোবরে নিম্ন আদালত তাকে অব্যাহতি দেন। এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। এ আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। আত্মসমর্পণের পর জামিনের বিষয়টি বিবেচনাও করতে বলেছেন হাইকোর্ট। বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ মুহুর্তে ২০০৬-২০০৭ অর্থবছরে ঈদের আগে দুস্থদের জন্য বরাদ্দ করা চাল তাদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগ এনে ২০০৯ সালে ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জোয়াদ্দার বাদী হয়ে বরিশালের বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা দায়ের করেন।ওই মামলাগুলোতে সৈয়দ শহীদুল হক জামাল প্রথমে আসামী না থাকলেও এসব মামলায় পরবর্তীতে বানারীপাড়ার চাখারের ওই সময়ের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিস আলী সরদার ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন ইউপি সদস্য সহ সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল হয়। চার্জশীটে প্রতিটি মামলায় (২০ টি) সৈয়দ শহীদুল হক জামালকে আসামী করা হয়।
চার্জশিট গ্রহণের শুনানি শেষে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দিয়ে বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহাসিনুল হক ২০ মামলার অপর আসামী চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী সরদার, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল হক কালু,সফিকুল হক সুমন, আব্দুর রশিদ, মো. বারেক মৃধা, আঃ রহমান ফরাজী, নজরুল ইসলাম বারেক,আলতাফ হোসেন,মনোজ কুমার,পরিতোষ, সুকুমার বৈরাগী, নিরোদ হালদার, আতিকুর রহমান, দুলাল হোসেন ও জাকির হোসেন,বিএনপি নেত্রী ও সাবেক নারী ইউপি সদস্য শারমিন জাকিয়া, খাদিজা বেগম, শিরিন বেগম, ও জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।