উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সেজন্য প্রতিটি ইউনিয়নে গ্রোথ সেন্টার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সেজন্য প্রতিটি ইউনিয়নে গ্রোথ সেন্টার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।


পাখি আক্তার:বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম বলেছেন,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্যেন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতি নিয়ে সরকার কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সেজন্য প্রতিটি ইউনিয়নে গ্রোথ সেন্টার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।এ সরকারের আমলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।বুধবার বিকেলে বানারীপাড়ায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে রবি/২০১৯-২০ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার ও মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করার সেই দুঃসহ স্মৃতি জাতি আজও ভুলেনি।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাব, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ রুবেলের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওলিউল আলম, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কর্মকর্তা এবং সাবেক ইডপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও দুলাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ৯জনের মাঝে মাড়াই মেশিন বিতরণ করা হয়।

Top