সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
মুরাদ হোসেন:বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেছেন,বাজারে বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরেও একশ্রেণীর অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে গুজব প্রতিরোধে জেলা পর্যায় মনিটরিং সেল কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন,সরকারকে বিব্রত করার জন্যই এধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে।বরিশাল জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সবকিছু স্বাভাবিক রয়েছে।তিনি আরও বলেন,বরিশাল মহানগরসহ সব উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশে গুজব প্রতিরোধ এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে গণসচেতনতামূলক মাইকিং এবং প্রচার কার্যক্রম অব্যাহত আছে। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)তৌহিদুজ্জামান পাভেল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাইমুল হক,সংস্কৃতিজন এস এম ইকবাল,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, বর্তমানে গুজব মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ছড়াচ্ছে। তাই আমাদের অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক চালাতে ব্যবহারকারীদের আরও সতর্ক হওয়ার। অটো পোস্ট, ট্যাগ যাতে কেউ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি নিজের নিরাপত্তার জন্য মোবাইল ফোন কাউকে না দেয়াই সবচেয়ে উত্তম। তবে যারা নিজেরা ফেসবুক আইডি খুলতে অন্যের সাহায্য নেন তাদের উচিত হবে বিশ্বস্ত লোকের সহায়তা নেয়া।