স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই দুই বখাটেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই দুই বখাটেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।


মাইদুল ইসলাম:ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী দুই বখাটের উত্যক্তের পর হুমকির মুখে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই দুই বখাটেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।সোমবার(২৫ নভেম্বর)সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার এসআই বাবুল হোসেন জানান,গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১)স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করতেন নাঈম হোসেন (২২)।তিনি স্কুলের সামনে ওয়াজেদিয়া সুপার মার্কেটে মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করেন।

স্কুলছাত্রীর মা অভিযোগ করেন,শনিবার (২৩ নভেম্বর) স্কুল ছুটির পর তার মেয়ে নাঈমের দোকানের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় প্রেমের প্রস্তাব দেয় বখাটে নাঈম।প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নাঈম তার মেয়েকে যৌন হয়রানিসহ নানাধরনের ভয়ভীতি দেখায়।রোববার(২৪ নভেম্বর) সকালে সে স্কুলে যাওয়ার সময় বখাটে নাঈমের সহযোগী মেহেদী হাসান মেয়েটিকে নাঈমের কথা শুনতে বলে।কথা না শুনলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়।

স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস জানান,স্কুলছাত্রী কাঁদতে কাঁদতে তার কক্ষে উপস্থিত হয়ে বিষয়টি খুলে বলে।পরবর্তী কালে ওই ছাত্রীর অভিভাবকরা উপস্থিত হয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে বিষয়টি জানান।খবর পেয়ে থানা পুলিশ স্কুলে উপস্থিত হয়ে স্কুলছাত্রীসহ তার অভিভাবকদের থানায় নিয়ে যায়। কিন্তু তার আগেই বখাটেদের আতঙ্কে স্কুলছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Top