নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত।
রফিকুল ইসলাম:ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত।দক্ষিনাঞ্চালের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছ উপরে পরে ওই ভবনে টিন উড়ে যায় ফাটল দেখা দিয়েছে দেয়ালে।দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের।
নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ওই ভবনে একাংশের টিন উড়ে যায় দেয়ালে বড়ধরনের ফাটল দেখা দিয়েছে যেকোনো সময় দেয়াল ধসে পরতে পারে।জেএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পরীক্ষা নিতে হয়েছে।আসন্ন এসএসসি পরীক্ষার ৬৪৫ নং কেন্দ্র হিসেবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ছাত্র ছাত্রীদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভবনটি জরুরী ভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এবিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বলেন ঘূর্ণিঝড় কারনে স্কুল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হবার খবর পেয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মেরামতের ব্যবস্থা করা হবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনিতি বিশ্বাস জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরকারি বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে জরুরী ভাবে মেরামত করা হবে । স্কুল শিক্ষার্থীরা স্কুল ভবন মেরামত ও নামাজের জন্য মসজিদের উন্নয়নের দাবি জানিয়েছেন।