ভোলার বোরহানউদ্দিনে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান
স্টাফ রিপোর্টার:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত ২০ অক্টোবরপ্রিয়নবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভসমাবেশে অনাকাঙ্খিত ঘটনায় নিহত ও সহিংসতায় ক্ষতিগ্রস্থ হিন্দুপরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ২২ নভেম্বরবিকালে ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউ এস এ, ইনক নামকআমেরিকান একটি সংগঠন এ আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলার হাসান নগর ইউনিয়নের আমেরিকান প্রবাসি ও সংগঠনটিরসহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভ‚ইঁয়া ক্ষতিগ্রস্থ মুসলিম ৩টিও হিন্দু ৫টি পরিবারকে এ অর্থ প্রদান করেন।এছাড়াও প্রতিমা ভাংচুরকৃত মন্দির পরিদর্শন ও মন্দির কর্তৃপক্ষকেআর্থিক সহায়তা প্রদান করাসহ ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে সমবেদনাজানান।এসময় উপস্থিত ছিলেন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউ এস এ,ইনক এর মহিলা সম্পাদিকা জেবুন্নেসা লিলি সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।