বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের চাপায় মোটরসাইকেল এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রফিকুল ইসলাম:বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী অভয় দাস(২০)নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার(২৩ নভেম্বর)রাতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বিষয়টি নিশ্চিত করেন।নিহত মোটরসাইকেল আরোহী গৌরনদীর সরিকর এলাকার সজল দাসের ছেলে। সে বরিশালের একটি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটে পড়াশোনা করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান,বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘাতক ট্রাক নথুল্লাবাদ থেকে সিএন্ডবি রোডের দিকে যাচ্ছিলো।একই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী অভয় দাস গুরুত্বর আহত হন।বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন,মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।