চরমোনাইতে দশ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে বারটাকা।
স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার ৫ ন;চরমোনাই ইউনিয়নের মকরোপ প্রতাব মাননীয় প্রধান মন্ত্রীর নির্বাচনী ঘোষনা দেয়া ১০ টাকা কেজি চাল বিক্রির ওয়াদা রক্ষা করতে ডিলারদের নিয়োজিত করার একজন হলেন তোফাজ্জল হোসেন টেনু খন্দকার। সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে ১০ টাকার পরিবর্তন ঘটিয়ে এ ডিলার চাল বিক্রি করছেন ১২ টাকা দরধরে।
আর ১২ টাকা এ জন্য বলছি যেহেতু ৩০০ টাকায় চাল দেয়া হচ্ছে ২২/২৩/২৪ কেজি করে। খবর পেয়ে স্থানীয় সা;বাদিকরা সরেজমিনে গেলে, টেনু খন্দকার বা;লাদেশের বৃহত্তম সা;বাদিকদের নাম বিক্রি করেন। শুধু বড় সা;বাদিক নয়, আওয়ামী লীগের বড় বড় নেতাদের নামও বিক্রি করেন তিনি। চাল দেয়ার সময় খাদ্য কর্মকর্তারা কেউ ছিলনা। কোনো প্রকার ব্যানার টানানো দেখা যায়নী। বরিশাল সদর নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে তবে তিনি মিটিং করছেন বলে জানা গেছে।