বরিশাল নগরীর বিভিন্ন রিকশার পেছনে মনিষীদের ছবি-সংবলিত ব্যানার দেখা যায়।
রিপোন হাওলাদার:বরিশাল নগরীর বিভিন্ন রিকশার পেছনে মনিষীদের ছবি-সংবলিত ব্যানার দেখা যায়।এতে লেখা ‘নিজেকে বিলিয়ে দিতে হবে জাতির সহায়তায়।মহত্ত্ব নিয়ে অনাসক্ত হয়ে ব্যক্তিসত্তার স্বকীয়তা ভুলতে হবে,লুপ্ত করতে হবে।রিকশার পেছনের অন্য রিকশার যাত্রীরা ব্যানার মনোযোগ দিয়ে পড়েন। মনোযোগ আসারই কথা। কারণ, রিকশার পেছনে একসময় থাকত সিনেমার পোস্টার। সেখানে মহান ব্যক্তিদের বাণী আসায় সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় রিকশাওয়ালার দিকে। রিকশার পেছনে শেরেবাংলার বাণীর রহস্য খুঁজে।
রিকশার পেছনে হঠাৎ করে শের-ই-বাংলার বাণীর কারণ জিজ্ঞেস করতেই রিকশাচালক আবু বকর বললেন, ‘এটা তো আমি লাগাইনি।’ তাহলে কে, প্রশ্ন করতেই তাঁর জবাব—‘কে আবার, আমাদের মনীষাদি।শুধু আমার রিকশাই নয়, বরিশালের আড়াই’শ এর বেশি রিকশায় এ ধরনের ব্যানার লাগানো আছে। সবার রিকশায় এ ধরনের বাণী লাগিয়ে দেওয়া হবে।নগরী ঘুরে অনেক রিকশার পেছনে পাওয়া গেল মনীষীদের বাণী-সংবলিত ব্যানার। শেরেবাংলা, কার্ল মার্ক্স, লেনিন, সক্রেটিস, চার্লি চ্যাপলিন, চে গুয়েভারা, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ আরও অনেকের বাণী-সংবলিত ব্যানার
খোঁজ নিয়ে জানা গেল, বরিশালে রিকশার পেছনে বিভিন্ন মনীষীর বাণী-সংবলিত ব্যানার লাগানোর কারিগর খেটে খাওয়া মানুষে প্রিয় নেত্রী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সদস্যসচিব মনীষা চক্রবর্তী।গত ১৫ নভেম্বর থেকে বরিশাল রিকশা-ভ্যান চালক ইউনিয়নে মনীষীদের বাণী-সংবলিত ব্যানার লাগানো হয়।